দীপক চন্দ্র দেব।
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ শ্রাবণ ১৪৩২ বাংলা) দুপুর ২টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষেমালিকা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, হোমনা, কুমিল্লা।
সভাপতিত্ব করেন লায়ন চন্দন লাল রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হোমনা উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ রফিকুল ইসলাম,অফিসার ইনচার্জ হোমনা থানা, হোমনা গোপাল জিউর আখড়া মন্দিরের সভাপতি যুগল কিশোর ভৌমিক, সহ-সভাপতি; রতন কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক; হোমনা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক; মন্টু কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক; বিষ্ণলাল পোদ্দার, সহ-সভাপতি; তপন কুমার পোদ্দার, প্রচার সম্পাদক; চন্দ্র হাস রায়, সাধারণ সম্পাদক, গোপাল জিউর আখড়া মন্দির; স্বরূপ সিদ্ধি দাস, হোমনা নামহট্ট সংঘ; শান্তি রঞ্জন সূত্রধর, অধ্যক্ষ স্বরলিপি সংগীত একাডেমী; বিনা রানী দেবী, মহিলা সম্পাদিকা; হারাধন দাস, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এছাড়াও হোমনা মডেল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক দিপক চন্দ্র দেবসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হোমনা উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শোভাযাত্রায় যোগ দেন।
দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমীর এ উৎসব উদযাপন সম্পন্ন হয়।