গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন’কে পিটিয়ে গুরুতর জখম ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল হাসান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, আজকের দেশ বাংলা পত্রিকার সম্পাদক নাজমুল হাছান (নাজিম) কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার আকতারুজ্জামান মজুমদার, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান, এ এফ এম রাসেল পাটোয়ারী, সদস্য রাকিব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, দৈনিক মানবককন্ঠ প্রতিনিধি ইউসুফ মজুমদার, দৈনিক গণমুক্তি প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, দৈনিক ময়নামতি প্রতিনিধি ইমাম হোসেন শরীফ, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি সাইদুল হক, খবর চৌদ্দগ্রামের প্রধান নির্বাহী কামরুল হাসান পিংকন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আবদুর রউফ, আজকের অনুসন্ধানের সম্পাদক ও প্রকাশ ইয়াছিন ভূঁইয়া, দৈনিক স্বাধীন ভোর প্রতিনিধি সবুজ খন্দকার, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নাঈম ইকবাল, বিজয় বিডি’র স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন প্রমুখ।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী তার বক্তব্যে বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলার পরিস্হিতির উন্নতির পাশাপাশি সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন, মাদকের ব্যাবহার, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে, কিন্তু আমরা অনেক হতাশ।অন্তবর্তী সরকার এবিষয়ে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। তিনি বলেন, বর্তমান তথ্য উপদেষ্টাকে সামান্য পানির বোতল ছুঁড়ে মারায় তিনি নিজে এবং তা অনুসারীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মনে হয়েছে সেটি হত্যাকান্ডের চেয়েও একটি বড় ঘটনা, অথচ তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রকাশ্যে হত্যা, নির্যাতনের শিকার হচ্ছে হচ্ছে। গত এক বছরে ৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, শতশত সাংবাদিক দেশের বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনায় সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া কিংবা প্রতিকার দেখতে পাচ্ছিনা। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ওইদিন একটি ঘটনার শুধু ভিডিও করছিলেন, সেই অপরাধে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের মাধ্যমে খুনী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।