চৌদ্দগ্রাম পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে পৌরসভার ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের নির্বাচনী গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাহফুজুর রহমান।
সোমবার(২৮ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিচালক মু. আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজি ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, ওয়ার্ড সহ সভাপতি আবুল হাশেম, মো তাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো শাহজাহান, সাবেক ছাত্রনেতা আবদুল মমিন, শ্রমিক সভাপতি আবদুল মমিন, ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান তানভীর, ওয়ার্ড যুব সভাপতি জয়নাল আবেদীন জীবন, যুব দায়িত্বশীল ফয়সাল ও অভি প্রমুখ।
অনুষ্ঠানে শেষে মাস্টার জয়নাল আবেদীনকে সভাপতি ও তাজুল ইসলামকে সেক্রেটারি করে গ্রাম কমিটি ঘোষণা করা হয়।