চৌদ্দগ্রাম, কুমিল্লা – ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ জুলাই রোববার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন এবং দাতা সদস্য কাজী আবু তাহের মাসুম।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও শিক্ষক মোঃ মজিবুল হক পাটোয়ারী।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন জান্নাতুল মাওয়া জুঁই ও সানজিদা সামিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষক সংকট থাকলেও তা দূর করতে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তাঁরা প্রত্যাশা করেন, আগামীতে যেন আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। অন্তত ১০০ শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির লক্ষ্য অর্জনের আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।
এই আয়োজন শিক্ষার্থীদের সফলতা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনামূলক অনুপ্রেরণার বার্তা হিসেবে কাজ করবে।
@highlight