কুমিল্লার চৌদ্দগ্রামে কাতার চ্যারিটির অর্থায়নে নির্মিত হেফজখানার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ যোহর উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই পশ্চিম পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কাতার চ্যারিটির অর্থায়নে “মসজিদ ও হেফজ প্রকল্প ৩৩৩২১১” এর আওতায় এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কাতার চ্যারিটির প্রকল্প প্রকৌশলী জুবায়ের ইসলাম মানিক বলেন, 'কাতার চ্যারিটি সবসময়ই পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর পাশে থাকে। আমরা বিশ্বাস করি, এই হেফজখানাটি শুধু একটি ভবন নয়, বরং এটি হবে এক একটি নূরানী প্রদীপ—যেখান থেকে আগামী দিনের হাফেজরা আলোর পথ দেখাবে।'
প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংপাই পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি।