সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।
সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ জামায়েত ইসলামের বিভিন্ন ষড়যন্ত্রমুলক অপপ্রচার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বক্তব্য রাখেন বক্তারা৷ তারা বলেন, ‘জামায়াত–শিবির যে উদ্দেশ্যে মাঠে নেমেছে সেই উদ্দেশ্য আমরা নস্যাৎ করে দেবো। যারা ইসলামের নাম বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঠাঁই এই বাংলায় হবে না। দেশের প্রয়োজনে কোনো আপোষ হবে না৷ আপনাদের (জামায়াত–শিবির) যদি প্রয়োজন হয় আপনা
রা পাকিস্তান যোগাযোগ করতে পারেন। পাকিস্তান এম্বাসিতে আপনারা যোগাযোগ করুন, নির্বাচনের পর আপনারা এই দেশে থাকতে পারবেন কিনা। পাকিস্তান আপনাদেরকে গ্রহণ করবে কিনা এটা জিজ্ঞেস করে নিবেন। আমাদের মধ্যে দরদ রয়েছে। আমরা আপনাদেরকে রোহিঙ্গা ক্যাম্প এর মত আলাদা ক্যাম্প করে সেখানে পাঠিয়ে দেব। স্বাধীন বাংলাদেশে কোনো দালালি চলবে না।“