চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর (যুব বিভাগের) উদ্যোগে কানাইল নদীতে (বসন্তপুর অংশ) মৎস অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ।
রোববার বিকেলে মৎস্য পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর সাহেদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের অর্থ সম্পাদক কামরুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের মিডিয়া ও প্রচার সম্পাদক ইফতেখার ইসলাম মেশকাত, ইউনিয়ন যুব বিভাগের সমাজসেবাজ সম্পাদক শামীমুল ইসলাম। আরও উপস্তিত ছিলেন বসন্তপুর ইউনিটের জামায়াত নেতা উসমান, আসিফ, হোসাইন, শহীদ, জিহাদ, জাকির, খোকন, তানিম, যুব নেতা আবু বক্কর প্রমুখ