শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে” সিনিয়র সচিব পটুয়াখালী ভার্সিটিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন ১২ নির্দেশনা মেনে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে পর্যটকরা চৌদ্দগ্রামে আমানগন্ডা সীমান্তে ১৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর চট্টগ্রামে ওয়াসিম হত্যা: ছাত্রলীগ ক্যাডার নেজাম গ্রেফতার স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান,বিভিন্ন রেকর্ড পত্র জব্দ  হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে,চট্টগ্রামে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

পটুয়াখালী ভার্সিটিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মো: আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও শারীরিক শিক্ষা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো: আবু ইউসুফ।বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এই ধরনের আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।”
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ ঘটানো—আর সেই লক্ষ্য পূরণে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অপরিহার্য অংশ।
তিনি আরও বলেন, “আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনুক।”অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় কৃষি অনুষদ ও সিএসই অনুষদ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102