
পলাশ পাল, জেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী (১৪)। এ ঘটনায় অভিযুক্ত রিংকু রংদীকে (২১ ) গ্রেপ্তার করেছে দুর্গাপুর পুলিশ।
গত বুধবার (২৯ অক্টোবর বৃহস্পতিবার) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৫-৬ মাস পূর্ব হতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে পরিচয় গড়ে ওঠে রিংকুর। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।গত২৭ অক্টোবর সোমবার সকালে দুর্গাপুরে বন্ধুর আমন্ত্রণে স্ব ইচ্ছায় অভিযুক্তর বাড়িতে বেড়াতে যাচ্ছে বলে পরিবারকে জানিয়ে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী।
পরে রিংকু তাকে সাথে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান এবং সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার প্রস্তাব দিলে ওই ছাত্রী রাত্রি জাপনের জন্য রাজি হয়ে সেখানেই থেকে যায়। রিংকু নিজের শয়নকক্ষেই ওই ছাত্রীকে থাকতে দেন এবং তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে রিংকু কক্ষে প্রবেশ ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।