
দীপক চন্দ্র দেব । হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হোমনা ডিগ্রী কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ঘর থেকে বের হওয়ার সময় শাহিনুর আক্তার (২৬) নামের ওই গৃহবধূ সাপের কামড়ে আক্রান্ত হন। তার স্বামী আউয়াল বর্তমানে সৌদি আরব প্রবাসী।
প্রতিবেশীদের বরাতে জানা গেছে, প্রথমে সকাল ৯টার দিকে শরীরের অবস্থার অবনতি হলে তাকে মাথাভাঙ্গা দরবেশ স্যারের বাড়িতে নিয়ে গিয়ে পান পড়া খাওয়ানো হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে শাহিনুর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, “তাকে বিষাক্ত সাপে কামড় দেয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
আহত শাহিনুরের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার রাধানগর হাজীরটেকে এবং পিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর রাধানগরে