
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বিশ্বাসযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে (০০৫০ ঘটিকায়) উপজেলার করপাটি মরকটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম)-কে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।