মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট [চাঁপাইনবাবগঞ্জ] প্রতিনিধি
বাংলাদেশের রেশমের রাজধানী ভোলাহাট উপজেলায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ভোলাহাট জোনাল অফিস রেশমচাষী বসনীদের মাঝে বিনামূল্যে রেশমপোকা বা পলুর ডিম বিতরণ করেছে।
২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ৭'৩০ টার সময় রেশম উৎপাদনের লক্ষ্যে রেশম পোকার ডিম (পলু পোকার বীজ) রেশমচাষী বসনীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ভোলাহাট জোনাল অফিস। তেলিপাড়া গ্রামে অবস্থিত রেশম উন্নয়ন বোর্ডের টেকনিক্যাল অফিসারের কার্যালয় ভোলাহাট মিনিফিলেচার ও গুটি ক্রয় কেন্দ্র থেকে ৬১ জন বসনীর মাঝে অগ্রহায়ণী বন্দে পলু পালনের জন্য এফ-১ জাতের ৬ হাজার পলুপোকার ডিম (বীজ) বিনামূল্যে বিতরণ করা হয়। পলুপালনের জন্য চলতি মৌসুম "অগ্রহায়ণী বন্দ্" বছরের শ্রেষ্ঠ মৌসুম। কম সংখ্যক বসনী পলুর ডিম সংগ্রহ করার কারণ হিসাবে দায়িত্ব পালনকারী অস্থায়ী কর্মচারী মনিরুল ইসলাম জানান, এবারে বেশি সংখ্যক বসনী তুঁত জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। ফলে ঐ জমি থেকে আর পলু পোকার খাদ্য তুঁত পাতা সংগ্রহ করা যাবে না। এ কারণে অধিকাংশ বসনী এই বন্দে পলুপোকার ডিম সংগ্রহ করতে আসেননি। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ভোলাহাট জোনাল অফিসের আওতায় বর্তমানে ৩৭০ জন সুফলভোগী বসনী রয়েছেন। এর আগে ভোলাহাটে প্রায় সাড়ে ১২ হাজার বসনী পলুপালন করতেন।