বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা জেলা প্রশাসকের ঢাকা বাস টার্মিনাল পরিদর্শন।খুব দ্রুতই আধুনিকায়ন এর আশ্বাস  চৌদ্দগ্রাম উপজেলা কতৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চট্টগ্রাম চেম্বারকে ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে, এস এম নুরুল হক বারহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গার্মেন্টস দোকান সহ ,পার্শ্ববর্তী ২ টি দোকান ক্ষতিগ্রস্ত হোমনায় দিনে দুপুরে ডাকাতি, জনতার হাতে আটক দুইজন দুমকি উপজেলায়, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা রেশমের রাজধানী ভোলাহাটে বসনীদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ডিম বিতরণ রাসুলের আদর্শই শান্তির পথ”—সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালী ভার্সিটির উপাচার্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

পটুয়াখালী ভার্সিটিতে পেশাগত নৈতিকতা ও আচরণবিধি” বিষয়ক প্রশিক্ষণ

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহায়ক কর্মচারীদের জন্য “Professional Ethics and Code of Conduct for Support Staff” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)।অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“পেশাগত জীবনে নৈতিকতা হলো এমন এক মানদণ্ড যা শুধু একজন ব্যক্তির সততা ও দায়িত্ববোধই নয়, পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও নির্ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষকই এই প্রতিষ্ঠানের মুখপাত্র। তাই আমাদের আচরণ, কথা ও কাজের মধ্যে পেশাদারিত্ব ও নৈতিকতার প্রকাশ থাকা জরুরি।” বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও মানসম্মত প্রশাসনিক পরিবেশ বজায় রাখতে সহায়ক কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট ভুল কখনো পুরো প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে, আবার একটি সচেতন সিদ্ধান্ত পুরো অফিসের কার্যক্রমকে গতিশীল করে তুলতে পারে। তাই নিয়ম-কানুন মেনে, শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। একে অপরকে সহায়তা করে, সমন্বয়ের মাধ্যমে আমরা একটি দক্ষ, সেবামুখী ও নৈতিক প্রশাসন গড়ে তুলতে পারি।”
উপাচার্য আরও যোগ করেন,“আজকের এই প্রশিক্ষণ কর্মশালা শুধু নিয়ম শেখার জন্য নয়, বরং দায়িত্ববোধ জাগ্রত করার জন্যও। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে পবিপ্রবি হবে একটি আদর্শ প্রতিষ্ঠান—যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় দৃষ্টান্ত হয়ে থাকবে।”প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। সকাল সেশনে ড. মো. শফায়েত হোসাইন “Writing Clear and Concise Official Notes” এবং “Best Practices in Office File and Record Management” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। দুপুরে “Enhancing Cooperation and Respect among Colleagues” বিষয়ে আলোচনা শেষে বিকেল সেশনে “University Staff Conduct and Responsibility” বিষয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। পরে “Ethics in the Workplace” বিষয়ে আলোচনা করেন আই-কিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ এবং সমাপনী সেশনে “Cash Purchase: Adjustment and Updated VAT-Tax Deduction” বিষয়ে বক্তব্য রাখেন হিসাব পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয় করেন কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মাহবুব রব্বানি এবং কোর্স কো -অর্ডিনেটর অধ্যাপক ড. মো. নূর নবী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সহায়ক কর্মীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সরকারি নীতি, আচরণবিধি এবং দাপ্তরিক যোগাযোগের বিষয়ে অনেক নতুন ধারণা লাভ করেছেন যা ভবিষ্যতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102