
জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী ভার্সিটিতে, রাতে ছাএদের বিক্ষোভ মিছিল ইসকন নিষিদ্ধের দাবীতে।।
উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ ও গাজীপুরে শিশু ধর্ষণের বিচার দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
২৬ অক্টোবর রবিবার রাতে বিক্ষোভ মিছিল পবিপ্রবি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বিভিন্ন উক্তি দিয়ে বক্তব্য রাখেন, মিছিল শেষে সভায় মিলিত হয়ে,
বিভিন্ন অনুষধের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন । বক্তারা,
দেশ ব্যাপী ইসকনের গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য অবিলম্বে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের জোর দাবী তোলেন। একই সাথে দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অখন্ড রাখতে এবং অর্থনীতি সুরক্ষায় যথাযথ কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।