নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলেন —
রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)।
তারা সবাই মিরশ্বানী এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন
ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীকে কৌশলে কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে সাহস করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
ওসি আরও জানান
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভুক্তভোগীর পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অনলাইন নিউজ কুমিল্লা ভুক্তভোগী নারীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।