অনলাইন ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভা ২৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ বড়পোলস্থ কিংস কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী কাজী মনসুর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল মনির। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহ্বায়ক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হাজী জানে আলম, কমিশনার প্রার্থী হাজী মহসিন, মোহাম্মদ ইদ্রিস মিয়া, ক্যাপ্টেন বাবুল, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,দিদারুল আলম যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার সদস্য চট্টগ্রাম মহানগর, মোহাম্মদ আবুল কালাম আজাদ সদরঘাট আহবায়ক,মোঃ নুরুল আমিন সদরঘাট সদস্য সচিব, মোঃ শাওন বন্দর,মোঃ রিপন সদস্য মহানগর, মোঃ সম্রাট প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে শহীদের আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর ৩২ দফা সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সকল নেতাকর্মী একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সংগঠনের সকল ষড়যন্ত্রকারীদের ছিন্ন করে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামীতে ফ্যাসিবাদীদের সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করা হবে।