
অনলাইন ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলা আওতাধীন বানারীপাড়া উপজেলার দলীয় কার্যালয় উদ্ভোদন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বানারীপাড়া উপজেলা শাখার সন্মানিত সভাপতি জনাব শাহ আলম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বানারীপাড়া উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন মৃধা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান জনাব মোঃ আবু সুফিয়ান।
উদ্বোধনকালে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩২ দফা সফল করার লক্ষ্যে সকল জাতীয়তাবাদী সৈনিক ঐক্যবদ্ধ। এই ৩২ দফা সফল করতে পারলে বাংলাদেশ পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। বক্তারা আরো বলেন ফ্যাসিবাদী শক্তি এখনো দেশে রয়ে গেছে এবং তারা একটা বিশৃঙ্খলা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাই জাতীয়তাবাদী সৈনিক এবং সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে যাতে এদেশে কোন সময় আর ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় আশীন হতে না পারে।