
নিউজ ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের রাজশাহী বিভাগীয় জেলা এবং উপজেলা সমূহের সাংগঠনিক কমিটি নিয়ে কাজ করার জন্য এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠন করা হয়েছে রাজশাহী বিভাগীয় টিম। এতে বগুড়ার যুবনেতা মশিউর রহমানকে বিভাগীয় প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রতিনিধি টিমকে অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলো সিরাজগঞ্জ জেলার যুবনেতা মাসুমুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সুজন আলী, বগুড়ার একলাছ খান আকাশ রাজশাহীর রিয়াজ উদ্দিন আহমেদ পান্না।
গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির ও সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে মশিউর রহমানকে রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়কারী ও চার জন সদস্য অন্তর্ভুক্ত করে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি টিম অনুমোদন দেন। রাজশাহী বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলার সময়ে গণজাগরণ দলের কমিটি গঠন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।