শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নিউমোনিয়া রোগের প্রকোপ বৃত্তি দুমকী উপজেলায় তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বানারীপাড়া কার্যালয়ে উদ্বোধন দুমকি উপজেলায় শ্রমিক লীগ নেতা পতত্যাগ করে রেহাই পাননি গ্রেফতার-১ জন জাতীয়তাবাদী গণজাগরণ দলের রাজশাহী বিভাগীয় টিম গঠিত চট্টগ্রামকে সত্যিকার ভাবে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেয়ার জন্য কাজ করব চৌদ্দগ্রামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ পটুয়াখালী ভার্সিটিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের হালদা নদীর সংযুক্ত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গড়িমসি প্রশাসনের

চট্টগ্রামকে সত্যিকার ভাবে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেয়ার জন্য কাজ করব

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ সিরাজমনির চট্টগ্রাম ব্যুরো

আসন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ দেওয়া হবে। সেটি বাস্তবায়নে কাজ করবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ। চট্টগ্রামের সকল স্তরের ব্যবসায়ীদের নিয়ে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেওয়া হবে। নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র দ্বিবার্ষিক নির্বাচনের প্যানেল পরিচিতি ও চট্টগ্রাম উন্নয়নে ব্যবসায়ীদের ভ‚মিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মেলা করা মানে চট্টগ্রাম চেম্বার ব্যবসা করা। চট্টগ্রাম চেম্বার ব্যবসা করার জন্য নয়। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই, আমরা ব্যবসায়ীদের সহযোগী হবো। ব্যবসা থেকে ইনকাম করার জন্য আমরা মেলা করবো না। রাশেদুল আজম মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম। এ সময় প্যানেলের এসোসিয়েট গ্রæপ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস এম কামাল উদ্দিন। অর্ডিনারি গ্রæপ থেকে উপস্থিত ছিলেন এ টি এম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আহমেদুল আলম চৌধুরী, ইমাদ এরশাদ, কাজী ইমরান, এফ রহমান, মোহাম্মদ আফসার হুসেন, মোহাম্মদ আরিফ হুসেন, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী, মোহাম্মদ মুসাসহ আরও অনেকে। সভায় বক্তারা চট্টগ্রামের ব্যবসায়িক পরিবেশের উন্নতিতে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে যারা বড় বড় কর্পোরেট হাউস আছে, তারা মরিচের গুঁড়োর ব্যবসাও করে। আবার বড় বড় কোম্পানিগুলোও মরিচের গুঁড়োর ব্যবসা করে। তাহলে যে ক্ষুদ্র ব্যবসায়ী, সে কিসের ব্যবসা করবে? এই কারণে বৈষম্য তৈরি হচ্ছে। তারা আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যবসা যাতে কর্পোরেট হাউস করতে না পারে। চট্টগ্রাম চেম্বারকে একটি পকেট কমিটি, একটা ক্লাবে পরিণত যারা করেছিল, সেখান থেকে আমরা মুক্ত হয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের একটা প্রতিষ্ঠান হিসেবে যেন এই চেম্বারকে প্রতিষ্ঠা করতে পারি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102