
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মনির হোসেন ওই এলাকায় চলমান শাহ ফখরুদ্দিন সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারের লাইনম্যান, কনকাপৈত ইউনিয়ন ৮নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি এবং মাসকরা গ্রামের মৃত সুলতান আহম্মেদের সন্তান। হামলায় গুরুতর আহত অনিক রোববার ঘটনার দিন থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহ ফখরুদ্দিন সড়কের দেড়কোটা বাজার থেকে ধোড়করা বাজার অংশের উন্নয়ন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামান ট্রেডার্স। ওই উন্নয়ন কাজে ঠিকাদারের লাইনম্যান হিসেবে কাজ করছেন মনির হোসেন। ওই সড়কের বৈলপুর অংশে অনিকদের বাড়ি ও সীমানা প্রাচীর।