শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে সত্যিকার ভাবে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেয়ার জন্য কাজ করব চৌদ্দগ্রামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ পটুয়াখালী ভার্সিটিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের হালদা নদীর সংযুক্ত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গড়িমসি প্রশাসনের চসিকে দুদকের অভিযান ঘষামাজা করা নথি জব্দ দুমকি উপজেলায় ছাত্র দলের বহিষ্কৃত নেতারা রাজনীতিতে সগমর চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে অযোগ্য ও নিষ্ক্রিয় গ্রুপ বাদ দেওয়ার নির্দেশ দুমকী উপজেলায় সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ তিন বছরের ও অধিক সময় ধরে

পটুয়াখালী ভার্সিটিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

নিঃস্বার্থ মানবসেবার প্রতীক ‘বাঁধন’—এই সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। “আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান”—এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“বাঁধন কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার এক চলমান প্রতিচ্ছবি। রক্তদান মানে কেবল একটি ব্যাগ রক্ত দেওয়া নয়—এটি এক জীবনের প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা ও সমাজের প্রতি নীরব প্রতিশ্রুতি। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই চেতনা যত বেশি ছড়িয়ে পড়বে, ততই গড়ে উঠবে এক মানবিক বিশ্ববিদ্যালয়।” তিনি আরও বলেন,“বাঁধনের কর্মীরা নীরবে যে কাজটি করে যাচ্ছেন, তা প্রকৃতপক্ষে একটি সামাজিক বিপ্লব। আমি চাই, এই আন্দোলন আরও বিস্তৃত হোক, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে রক্তদানের স্পৃহা জাগ্রত হোক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে বাঁধনের উপদেষ্টা, কর্মী, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নিজ হাতে কেক খাওয়ান উপস্থিত অতিথি ও সদস্যদের এবং সবাইকে শুভেচ্ছা জানান।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দযাত্রায় অংশ নেন বাঁধনের কর্মী, উপদেষ্টা, রক্তদাতা ও শুভানুধ্যায়ীবৃন্দ। পুরো ক্যাম্পাস জুড়ে বেলুন, ব্যানার ও লাল–সবুজ রঙে মুখরিত হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশে।
উল্লেখ্য ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে এক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে ‘বাঁধন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন”—এই স্লোগান ধারণ করে সংগঠনটি আজ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে দিয়েছে স্বেচ্ছায় রক্তদানের এক অনন্য সামাজিক আন্দোলন।
পবিপ্রবি ইউনিটও সেই মহান ধারা অব্যাহত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে। ২৯তম বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় জুড়ে প্রতিধ্বনিত হয়েছে একটাই প্রতিজ্ঞা—“প্রতিটি ফোঁটা রক্ত হোক জীবনের বন্ধন, মানবতার বর্ণিল উদযাপন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102