
সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন খালের স্লুইচ গেইট বন্ধ করে রেখে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ মেরে নিচ্ছে– এমন অভিযোগ বেশ কিছুদিন ধরে পাওয়া গেলেও গত ২২ অক্টোবর রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফাহিম এমন ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানিয়েছেন, ২১ অক্টোবর মগদাইর খালে উরকিরচর ইউনিয়নের নন্দনকানন এলাকার আবদুস ছালাম নামের এক ব্যক্তিসহ ৫ জনের একটি দল খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন। ঘটনাটি দেখে খাল পাড়ে থাকা চৌকিদার শাহ আলম এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বিষ প্রয়োগকারীদের ধরে ফেলেন। খবর পেয়ে বিষ প্রয়োগকারীদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আটক ব্যক্তিদের জোর করে ছাড়িয়ে নেয়। তারা যাওয়ার সময় সাথে নিয়ে আসা একটি কিরিচ ফেলে যায়। পরে সেটি থানায় অভিযোগের সাথে জমা দেয়া হয়। এলাকার জনসাধারণ সূত্রে জানা যায়, হালদার সাথে সংযুক্ত প্রায় প্রতিটি খালে বিষ প্রয়োগ করে মাছ মারা হয়। ভাটার সময় মুখে স্লুইচ বন্ধ রেখে দুর্বৃত্তরা এমন কাজ চালিয়ে আসছে। এর আগে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে স্থানীয়রা এমন অভিযোগ করে আসলেও তিনি এ কাজে জড়িত দুর্বৃত্তদের হাতেনাতে না ধরলে তার পক্ষে কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন। সর্বশেষ পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের মানুষ দুর্বৃত্তদের আটক করে তাকে জানালে তিনি থানায় অভিযোগ দেন।
বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি স্বীকার করেছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফাহিম।