মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ৫ নং শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন চসিকের ফাইল থেকে ২৬ থেকে ২০ কোটি টাকা হাওয়া শুধুমাত্র ২ সরানোর কেরামতির ফল দুমকি উপজেলার লেবুখালীতে নবনির্বাচিত জেলা বিএনপির পথ সভা ফেনী জামায়াতের উঠান বৈঠকে বিএনপি হামলা আহত ২০ চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন স্বাভাবিক মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নি দগ্ধ হয়ে নিহত ১৬ এর মধ্যে ৪ জন নেত্রকোণার চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান মানবিক কর্মকাণ্ডে এবং যুগ উপযোগী কর্মদক্ষতায় প্রশংসিত বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা -জনাব খবিরুল আহসান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

রবিউল ইসলাম চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি মৌসুমে শীতকালীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার ২০ অক্টোবর-২০২৫ সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কমিশনার মোঃ শামিম হোসেন। উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ হারুন-অর রশিদ।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপসহকারী কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মাশিরুল ইসলামসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য পাবে, ১টি ফসল ও রাসায়নিক সার। ১জন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, সাথে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার ও ১ কেজি সরিষা বীজের সাথে ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার অনুষ্ঠানের উপস্থিত অতিথিগণ বিতরণ করেন।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102