ফেনীতে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলা চালিয়েছে বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক ও ওলামা দলের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধায় জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ হামলার ঘটনাটি ঘটে।
এ নিয়ে রাতে স্থানীয় আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে দলটির ইউনিয়ন আমির মাওলানা আবুল বশরসহ দলটির অন্তত ২০ জন কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন ও সভাপতি মীর সবুজকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, এলাকার যুবদল নেতা কামরুল ইসলাম ভূইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম জানান, তাঁদের দলের আহতদের মধ্যে ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন,দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছেন।