পলাশ পাল নেত্রকোণা প্রতিনিধি
রাজধানীর মিরপুরের গত ১৪ অক্টোবর মঙ্গলবার রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬ মরদেহ মর্গে থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ জন নেত্রকোণার।গত
রোববার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯.৩০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থেকে প্রয়োজনীয় আইনি কর্মকাণ্ড শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়। যা প্রায় রাত সাড়ে বারোটার দিকে শেষ হয়।
নিহতদের মধ্যে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), ৩ নং তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮)। বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০) ও মদন উপজেলার কদমশ্রী গ্রামে সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া (১৬)।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৬টি লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এদিকে গণমাধ্যম সূত্র অনুযায়ী, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নিহতদের স্বজনদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়