দীপক চন্দ্র দেব। হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবায়েদ হাসানকে ঢাকায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণের জীবন।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলায় একটি টিউশনি বাসার সিঁড়িতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুবায়েদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের পুত্র এবং স্থানীয় সাংবাদিক আক্তার হোসেনের ভাতিজা।
তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাত ৯টা ৩০ মিনিটে জুবায়েদের হত্যার প্রতিবাদে হোমনার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শতাধিক শিক্ষার্থী ও তরুণ এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা স্লোগান দেন— “জুবায়েদের হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই!”
পুরো হোমনা বাজারে শোক ও ক্ষোভের আবহ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, জুবায়েদ ছিলেন বিনয়ী, মেধাবী ও সামাজিক কাজে সক্রিয় এক তরুণ যার অকাল মৃত্যু হোমনার তরুণ সমাজে গভীর দুঃখের ছাপ ফেলেছে।