পলাশ পাল, জেলা প্রতিনিধি
আজ ১৯ অক্টোবর ২০২৫ রবিবার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান - বিরল রোগে আক্রান্ত বারহাট্টার রাজন ও তার বাবার সাথে নিজ কার্যালয়ে দেখা করেন।
এ সময় তিনি রাজন ও তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। অসুস্থ রাজনের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের পাশাপশি প্রয়োজনীয় ঔষধ কিনে দেন এবং
রাজনের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের কথা বলেন।এ বিষয়ে সিভিল সার্জন মহোদয় সহ অন্যান্যদের পরামর্শ ও সহযোগিতায় রাজনকে উচ্চতর চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন
এ সাক্ষাৎকারে অতিরিক্ত জেলা প্রশাসক ও বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।