মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেডিকেল কলেজের আওতাধীন ডেন্টাল ইউনিট কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ডেন্টাল ইউনিটকে চট্টগ্রাম ডেন্টাল কলেজে বাস্তবায়ন করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন ডেন্টাল ইউনিটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দুই কোটি জনগণের মুখ ও দাঁতের উন্নত চিকিৎসায় অবিলম্বে চট্টগ্রাম ডেন্টাল ইউনিটকে কলেজের দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম ডেন্টাল ইউনিটকে চট্টগ্রাম ডেন্টাল কলেজের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত ডেন্টাল ইউনিটের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট পরিদর্শন করে দেখা যায় সকাল থেকেই ডেন্টাল ইউনিট ভবনের গেটে তালা লাগানো রয়েছে। কলেজ বাস্তবায়নের দাবিতে একটি ব্যানার ঝুলতে দেখা যায় ভবনের গেইটের সম্মুখে। সকাল থেকেই ভবনের সামনে রোগীরা সেবা নিতে এসে ফিরে যেতে হয়েছে। তবে মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল বহির্বিভাগ খোলা থাকায় রোগীরা ওখানে নিয়মিত চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। এ বিষয়ে ডেন্টাল বহির্বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত ডেন্টাল সার্জন ডাক্তার আরিফুর রহমান বলেন ডেন্টাল ইউনিটকে কলেজের রূপান্তর করলে চট্টগ্রামের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিতে অনেক সুবিধা হবে সাময়িক এই অসুবিধার জন্য রোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ডেন্টাল ইউনিটে কর্মরত চিকিৎসক ও শিক্ষার্থীরা।