পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
আজ ১৭ অক্টোবর ২০২৫, রোজ শুক্রবার উদ্বোধন হয়ে গেল ৩ দিন ব্যাপী ৬৮ তম জাম্বুরী অন দ্য এয়ার এবং ২৯ তম জাম্বুরী অন দ্য ইন্টারনেট-২০২৫।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়।
৩ দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধনকালে জেলা প্রশাসক মহোদয় স্কাউট সদস্যের ক্রান্তিকালীন সময়ের নির্ভরযোগ্য যোদ্ধা হিসেবে সবসময়ের মত তাদের দায়িত্ব চালিয়ে যাবার কথা বলেন। এছাড়াও সামাজিক ও দুর্যোগকালীন সময়ে ভূমিকা রাখার পাশাপাশি পড়াশোনাও স্কাউটদের এগিয়ে থাকার জন্য ধন্যবাদ জানান।
নেত্রকোণা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ স্কাউট নেত্রকোণা জেলার কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন।