রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে বাংপাই গ্রামে মাদকবিরোধী অভিযানের জেরে হামলা ও লুটপাট আহত ১ পটুয়াখালী ভার্সিটিতে পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান: আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন চাকসু নির্বাচন নিয়ে কিছু বিশ্লেষণ কলমাকান্দায় আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা ও ডিম উদ্ধার দুমকি উপজেলায়, কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ ব্যারিস্টার কায়সার কামালের কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল অঞ্চলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলার আহবায়ক কমিটি গঠন চট্টগ্রাম ইপিজেডে ৮ কারখানা বন্ধ ঘোষণা কেন্দুয়ায় স্বাস্থ্যকেন্দ্রে প্রেমিকা সহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

পটুয়াখালী ভার্সিটিতে গ্রীন ফোরামের আয়োজনে সীরাত সেমিনার

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসিতে গ্রীন ফোরাম পবিপ্রবি শাখার উদ্যোগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ সীরাত সেমিনার। পবিত্র রবিউল আউয়াল মাসের মাহাত্ম্যে আয়োজিত এ সেমিনারের বিষয় ছিল “জ্ঞান অর্জনে রাসুল (সা.) নির্দেশিত পদ্ধতি”।সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ওলি উল্লাহ। তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.) ছিলেন জ্ঞানের সর্বোচ্চ আদর্শ। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন—প্রকৃত জ্ঞান সেই, যা মানুষকে বিনয়ী করে, মানবতার কল্যাণে নিবেদিত করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে।”অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “আজকের প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে এগিয়ে যেতে হবে। রাসুল (সা.)-এর জীবনদর্শন আমাদের শেখায়, জ্ঞান কেবল মুখস্থ নয়, বরং তা প্রয়োগের মাধ্যমে সমাজে আলো ছড়ানোর এক মহান দায়িত্ব।”
অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে গিয়ে পবিপ্রবির উপাচার্য ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “গ্রীন ফোরামের এই সীরাত সেমিনার আমাদের শিক্ষার্থী ও শিক্ষকসমাজের আত্মিক বিকাশ ও নৈতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন আয়োজন শুধু জ্ঞানচর্চার ক্ষেত্রকে সমৃদ্ধ করে না, বরং ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও আলোর পথে চলার প্রেরণাও জোগায়। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ পবিপ্রবিকে একটি আদর্শিক ও নৈতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সেমিনারের সঞ্চালনা ও উপস্থাপনা করেন এফবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল মাসুদ। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারের শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করেছিল নবীপ্রেম, জ্ঞানের তৃষ্ণা ও আলোকিত জীবনের আহ্বানে ভরা এক আধ্যাত্মিক আবহ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102