পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
গতকাল ১৬অক্টোবর বৃহস্পতিবার – বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা ও আধুনিক বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে নন -গ্রুপ কৃষক কৃষাণীদের নিয়ে নেত্রকোনার বারহাট্টায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টার কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে- প্রধান অতিথির বক্তব্য দেন -বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সম্মানিত সদস্য জনাব, এএসএম গোলাম হাফিজ।এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, নেত্রকোনার উপপরিচালক -জনাব মোঃ আমিরুল ইসলাম, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক -ড.কে এম বদরুল হক এবং উপ প্রকল্প পরিচালক- মোহাম্মদ মাহফুযুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা -শারমিন সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত অতিথিদের মধ্যে ৩০ জন কৃষক কৃষাণীদের বিনামূল্যে ২ কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়