সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইউজিসি কর্তৃক গঠিত কমিটির চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর পরিদর্শন ও মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইউজিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য ও গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য ও গঠিত কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান,
গঠিত কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ইউজিসি এর অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপ-পরিচালক ও গঠিত কমিটির সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান, ইউজিসি এর অর্থ, হিসাব ও বাজেট বিভাগের সহকারী পরিচালক ও গঠিত কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ সাজেদুর রহমান। চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, প্রধান প্রকৌশলী জনাব মো. সিরাজুল ইসলাম, কম্পট্রোলার জনাব মো. সফিকুল ইসলাম।