পলাশ পাল নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলা প্রশাসকের নামে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে বুধবার (১৫ অক্টোবর) একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ০১৮৫৬-৯২৪০৫৭ নম্বর ব্যবহার করে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে । অজ্ঞাত অভিযুক্তরা সরকারি প্রকল্প বা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি সম্পূর্ণরূপে অবৈধ ও অনৈতিক কার্যক্রম। তাই উক্ত মোবাইল নম্বর বা অন্য কোনো নম্বর থেকে এরূপ প্রলোভনমূলক কল পেলে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া প্রতারণার এমন প্রস্তাব পেলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ বিষয়টি নিকটস্থ থানায় বা জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জেলা প্রশাসনের নামে প্রতারণা একটি দুঃখজনক ঘটনা। কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন নম্বর ০২৯৯৮৮-২৮৮৮৮ বা ই-মেইল dcnetrokona@mopagov.bd-এ যোগাযোগ করতে বলা হয়েছে