পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে “শ্যামা পূজা” উপলক্ষে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ঘটিকায় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনা খাতুনের সভাপতিত্বে মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম হলরুমে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশেষভাবে উল্লেখ্য যে.-একমাত্র মোহনগঞ্জেই ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্মীয় শ্যামা পূজা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে ব্যাপক আলোক সজ্জা এবং আনন্দ ঘনময় পরিবেশে অনুষ্ঠিত হয়।
শ্যামাপূজা ২০২৫ উপলক্ষে সার্বিক চিত্র তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি নিবারণ সাহারায় নান্টু, সহ-সভাপতি বিপ্লব রায়, সাধারণ সম্পাদক গৌতম রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক অখিল সরকার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, বিকাশ দাস সহ উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক মিহীর গোস্বামী, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম পিপিএম।
আরো বক্তব্য রাখেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ অর্থ সচিব সুশান্ত কুমার রায় সুমন সাংবাদিক প্রমুখ।
বক্তব্যে, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, যানজট নিরসন, মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।