মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৫ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় ফিলিং স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল লতিফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ , উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক কারি মাওলানা মোঃ আলাউদ্দিন, খালেআলেমপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ফিলিং স্টেশন স্থাপনের মাধ্যমে এলাকার যানবাহন মালিক ও চালকরা সহজে জ্বালানি পাবে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হয়।