পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
“বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ।
” হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে -জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে হাত ধোয়ার সঠিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে
সকাল ১১টায় জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায়
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান এর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দাউদ শরীফ, দৈনিক ইনকিলাব এর সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, শিক্ষার্থীদের পক্ষে মোঃ জিন্নাতুল ইসলাম ও রওনক জাহান তুবা প্রমূখ।
অপরদিকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি’র সহযোগিতা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে