চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আজমীর শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাছ্ছুম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, আরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, তথ্য আপা মোছাঃ নাসরিন খাতুন, এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রিজিয়া পারভীন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস, যা নানা সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।”
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।