রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে বাংপাই গ্রামে মাদকবিরোধী অভিযানের জেরে হামলা ও লুটপাট আহত ১ পটুয়াখালী ভার্সিটিতে পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান: আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন চাকসু নির্বাচন নিয়ে কিছু বিশ্লেষণ কলমাকান্দায় আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা ও ডিম উদ্ধার দুমকি উপজেলায়, কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ ব্যারিস্টার কায়সার কামালের কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল অঞ্চলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলার আহবায়ক কমিটি গঠন চট্টগ্রাম ইপিজেডে ৮ কারখানা বন্ধ ঘোষণা কেন্দুয়ায় স্বাস্থ্যকেন্দ্রে প্রেমিকা সহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ শাহ জালাল, সমাজসেবা অফিসার মোঃ নাসিমউদ্দিন, বিএমডিএ’র এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম ও আরডিও মোঃ সবুজ আলী।

প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট ৬২৫ জন কৃষককে সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ২০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ এবং ৪২৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

বসতবাড়িতে চাষের জন্য একজন কৃষক ৯ প্রকার শাকসবজির বীজ– বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ইত্যাদি সমন্বিত ৫০০ গ্রাম ওজনের প্যাকেট পাবেন। অন্যদিকে মাঠে চাষের জন্য একজন কৃষক লাউ, বেগুন, মিষ্টিকুমড়া বা শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।

কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে উৎসাহিত করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102