দিপক চন্দ্র দেব, হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঙ্গে হোমনা বাজারের জুয়েলারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টায় থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হোমনা বাজার জুয়েলারি সমিতির সম্মানিত সভাপতি মধুসূদন পাল, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দেব, সহসভাপতি রঞ্জিত দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আজাদ নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক দিপক চন্দ্র দেব, হোমনা থানার ওসি (তদন্ত) দিনেশ দাস গুপ্তসহ হোমনা থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় ব্যবসায়ীরা এলাকার ডাকাতি, চুরি, প্রতারণা, ছিনতাই, কিশোর অপরাধ দমন ও বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নবাগত ওসির প্রতি আহ্বান জানান।
এ সময় ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।”
সভায় উপস্থিত না থাকতে পারা কয়েকজন ব্যবসায়ীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। সভা শেষে নবাগত ওসি উপস্থিত সকল ব্যবসায়ীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।