দিপক চন্দ্র দেব, হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোয়ালিভাঙ্গা গ্রামের যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ নাজিম এর বিরুদ্ধে নাশকতার মামলায় খুঁজছে পুলিশ।
০৭ অক্টোবর ২৫ (মঙ্গলবার) কুমিল্লার হোমনা পৌরসভা দিন ৯ নং ওয়ার্ডের গোয়ালভাঙ্গা গ্রামের মোহাম্মদ নাজিম (৩৯) , পিতা মোঃ সামসু, মাতা কারিমন বেগম। কুমিল্লার লাকসাম থানার এফআইআর নং ০১ জুন ২০২৫ জি আর নং ৬২ তারিখ ০১ জুন ২০২৫ সময় রাত ২১:৩০ ঘটিকা ধারা 15(3)/25(d) the special power act,1974;তৎসহ 143/323/307 the panel code, 1860 থানা হইতে-লাকসাম থানা, কুমিল্লা। প্রেরণকারী অফিসার হারানো রশিদ বিপি নাম্বার ৮৬ ১৪ ১১ ০৫ ০১ সাব ইন্সপেক্টর নিরস্ত্র লাকসাম থানা কুমিল্লা।
প্রাপক্ষিত থানা বরাবর অফিসার্স ইনচার্জ হোমনা থানা ,কুমিল্লা। উপরে উল্লেখিত মোহাম্মদ নাজিম এর নাম ঠিকানা বয়স PC & PR যাচাই করতে scd এর মাধ্যমে জানানোর জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা গেল। ইহা অতীব জরুরি।
এই নোটিশের পরিপ্রেক্ষিতেই খুঁজছে মোহাম্মদ নাজিম কে। সে ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের সহ-সভাপতি গোয়ালিভাঙ্গা ০৯ নং ওয়ার্ডের ছিল। তার বিরুদ্ধে অর্থ আত্মসা, অবৈধ জমি দখল, চাঁদাবাজি সহ আরো অনেক অপকর্মের কথা একের পর এক বেরিয়ে আসছে।