কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সারে ৩টায় চৌদ্দগ্রাম বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে থাকে,
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট শাজাহান মজুমদার, বিশেষ অতিথি উপজেলার আমির ড.মাহফুজুর রহমান,
বেলাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী । এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চৌদ্দগ্রাম উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ জামায়াতের সাংগঠনিক সক্রিয়তারই বহিঃপ্রকাশ, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির উপস্থিতি জানান দিচ্ছে।