বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন চৌদ্দগ্রাম তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিয়াবাজার এর একটি মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাজায়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা উত্তর শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক শাহিদুল ইসলাম ফাহাদ সহ বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল বৃন্দ।