দীপক চন্দ্র দেব
হোমনা প্রতিনিধি - কুমিল্লা
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লা জেলা হোমনা থানার আয়োজনে সনাতনী ধর্মের বৃহত্তর উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় হোমনা থানার আয়োজনে থানা মিলনায়তনে এ সভা হয়।
প্রধান অতিথি ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম।
সভায় সভাপতিত্ব করেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব চৌধুরীর সঞ্চালনায়,
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন কুমার পোদ্দার, সহ-সভাপতি যুগল কিশোর ভৌমিক, বরুণ কুমার রায় ও বিষ্ণু কুমার পোদ্দার প্রমুখ।
এসময় হোমনা উপজেলার ৪৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।