দীপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা) প্রতিনিধি.
উপজেলা প্রশাসন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক মাসব্যাপী ভর্তি পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৯জন শিক্ষার্থী।
কুমিল্লার হোমনা উপজেলায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক ও মেডিকেল টেকনোলজিতে ভর্তি ইচ্ছুক এমন ৩৫ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রম গ্রহণ করা হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থী এই কার্যক্রম এ অংশগ্রহণপূর্বক পাঠ গ্রহণ করে। উক্ত শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ লাভ করেছে। উক্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন!
এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাঠদান করান শ্রদ্ধেয় শিক্ষক মোঃ তোফাজ্জল হোসাইন, মোঃ শাহজাহান, আনার কলি, মোঃ ইয়াছিন খান, মোঃ বাবুল মিয়া ও মো: তাজরুল ইসলাম
এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে গাইড বই প্রদান করে সহযোগিতা করেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাঈদ আলম আল আমিন, ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান ও কায়সার।
তদুপরি উপজেলা প্রশাসন এর এ কার্যক্রমকে তথা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষার্থীদের আগ্রহী করতে বিশেষভাবে সহযোগিতা করেন মোঃ শাকির উদ্দিন
শিক্ষার্থীদের এ সফলতার যাত্রায় যাঁরা উপজেলা প্রশাসন এর সহযাত্রী ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা! এ শিক্ষার্থীরাই হোমনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাদের জন্যে শুভ কামনা!