দিপক চন্দ্র দেব, হোমনা ( কুমিল্লা)
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হোমনা পৌরসভা অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—
1️⃣ আহ্বায়ক : হাজী মো. মাহফুজুল ইসলাম
ঠিকানা: সুতারমারা (উপশহর এলাকা), ডাকঘর ও উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
2️⃣ যুগ্ম আহ্বায়ক : মো. আবদুল করিম
ঠিকানা: হোগলাকান্দি, ডাকঘর: সোনারামপুর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
3️⃣ সদস্য সচিব : মো. হানিফ
ঠিকানা: মনিহার, ডাকঘর: দুলালপুর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
4️⃣ সদস্য : মো. হাসান
ঠিকানা: লালপুর, ডাকঘর: উদয়ন চর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
5️⃣ সদস্য : আবু ইউসুফ ভূঁইয়া
ঠিকানা: ফকিরপুর, ডাকঘর: শ্রীনগর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
6️⃣ সদস্য : মোজাম্মেল রহমান
ঠিকানা: চরকৃষ্ণপুর, ডাকঘর: আছাদপুর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
7️⃣ সদস্য : মো. শহিদুর রহমান
ঠিকানা: শিমুলিয়া, ডাকঘর: শিমুলিয়া, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।
মুক্তিযোদ্ধাদের এই নতুন কমিটি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।