সদ্য বদলি হওয়া চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা'র বদলি জনিত কারনে ও সদ্য যোগদানকৃত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সৈয়দ শাফকাত আলীকে সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন 'অফিসার্স ক্লাব'।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন।
ইউডিএফ মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কর্মকর্তা সদ্য বদলি হওয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রশিদ চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আহমেদ, চৌদগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার লিপি, এলজিইআরডি'র উপ সহকারি মোজাম্মেল হক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।