দিপক চন্দ্র দেব
হোমনা কুমিল্লা,
কুমিল্লার হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ) ও দারুস সুন্নাহ বাহাউদ্দীন শাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তিন দিনব্যাপী ৫৮তম ও ১৮তম বার্ষিক ওরস মোবারক মহাসমারোহে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দরবার সংলগ্ন বালুর মাঠে শেষ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
রবিবার (১৭ আগস্ট) বাদ আছর থেকে দরবার শরীফ প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয় এবং টানা তিন দিনব্যাপী চলে। প্রথম দুই দিন দরবার শরীফ প্রাঙ্গণে এবং শেষ দিন বালুর মাঠে ওরস মোবারকের মূল পর্ব অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন পীরজাদা হযরত আরিফুল হক সরকার , হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ)।
নসিহতমূলক বয়ান পেশ করেন বিশ্ব ওলীকুল সম্রাট, পাগল কুলের শিরোমণি, পীরে তরিকত, গাউসুল আজম শাহ সুফী হযরত হাজী বাহাউদ্দীন পীর সাহেব (মাদ্দাজিল্লাহুল আলী)।
প্রধান বক্তা পীর মুফতী গিয়াসউদ্দিন আত-তাহেরি (ফয়েজিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া)।
এছাড়াও বয়ান করেন হযরত হাফেজ ক্বারী আবু সিদ্দিকী আল বাহারী, খাদেম, হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ)।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সভাপতি হোমনা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপি এবং মোঃ মনিরুল ইসলাম সরকার, আহ্বায়ক, হোমনা উপজেলা শ্রমিকদল ।
দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, আশেকান ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে মাহফিল প্রকম্পিত হয় নারায়ে তাকবীরে।
নারীদের জন্যও ছিল পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ, দরবারের আশেকান ও এলাকাবাসী।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম ও ১৮তম বার্ষিক ওরস মোবারকের সমাপ্তি ঘটে।