দিপক চন্দ্র দেব।
হোমনা কুমিল্লা,
কুমিল্লার হোমনায় ২০ পিস ইয়াবাসহ মোঃ জীবন মিয়া (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে হোমনা পৌরসভার নতুন বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই (নিঃ) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা গামী পাকা রাস্তার উপর এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদে ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হোমনা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকার বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ জীবন মিয়া। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত ফুলপ্যান্টের ডান পকেট থেকে সাদা-নীল পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।