চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তিনটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচন বাস্তবায়ন কমিটির টিম লিডার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন.ম সলিমুল্লাহ টিপু।
জানা গেছে, তৃণমূল রাজনীতিকে উজ্জীবিত করতে দীর্ঘদিন পর বিএনপির জগন্নাথদীঘি ইউনিয়নের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। প্রতি ওয়ার্ড থেকে ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ লক্ষ্যে শুকবার(২৫ জুলাই) সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে। প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন; সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন চৌধুরী(ছাতা), কাজী আবদুর রশিদ(চেয়ার), জাহাঙ্গীর আলম চৌধুরী(দেয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে জাফর ভুঁইয়া(আনারস), আবদুর রহিম মজুমদার(আপেল), আবদুল মমিন মজুমদার(আম), দাউদুল ইসলাম(ফুটবল), সাহাব উদ্দিন মজুমদার(ফুল কপি), মিজানুর রহমান(মাছ), আবদুল মমিন খাঁন(মোবাইল), সাংগঠনিক সম্পাদক পদে শহীদুল্লাহ খোকন(মোরগ), আইয়ুবুর রহমান পারভেজ(মোমবাতি) ও কাজী বেলাল(গোলাপ ফুল)। ছাপা হয়েছে ব্যালট পেপারও। প্রতীক পাওয়ার পর থেকে শুরু হয়েছে প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে অনেকে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। এক কথায়-নেতৃত্ব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ইউনিয়নে।
জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতীতে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। কর্মীদের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আশা করছি, কর্মীরা ভোট দিয়ে আমার ত্যাগের মূল্যায়ন করবে।
নির্বাচনের টিম লিডার আ.ন.ম সলিমুল্লাহ টিপু বলেন, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন একটি সুন্দর পদ্ধতি। এতে তৃণমূল কর্মীদের ক্ষোভ থাকবে না। নির্বাচিত নেতাকে সবাই মেনে নিবে এবং সাংগঠনিক কাজে সহযোগিতা করবে। জগন্নাথ ইউনিয়নে বিএনপির নেতা নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ইউনিয়ন নেতৃত্ব নির্বাচন সারাদেশে চৌদ্দগ্রাম একটি রোড মডেল হয়ে থাকবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা বলেন, তৃণমূল রাজনীতির প্রবক্তা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল রাজনীতিকে উজ্জীবিত করার লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেক ওয়ার্ডে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডের ৫১ জনই ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তৃণমূল রাজনীতি উজ্জীবিত হওয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার জনবহুল সংগঠনের পরিণত হয়েছে।
উল্লেখ্য, একই দিন বাতিসা, ঘোলপাশা, শ্রীপুর, কনকাপৈত ও চিওড়া ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।