রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নেত্রকোনা জেলা প্রশাসকের মানবিক কর্মকান্ড চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট কমপ্লিট শাটডাউন ঘোষণা,রোগীদের ভোগান্তি দুমকী – বাকেরগনজ, দু, উপজেলার,চার বছরেও শুরু হয়নি জলিসা- নলুয়া সেতুর নির্মাণ কাজ উন্মুক্ত মানে নকল নয়, মানসম্পন্ন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বাউবি” উপাচার্য ড. ওবায়দুল ইসলাম চৌদ্দগ্রামে বাংপাই গ্রামে মাদকবিরোধী অভিযানের জেরে হামলা ও লুটপাট আহত ১ পটুয়াখালী ভার্সিটিতে পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান: আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন চাকসু নির্বাচন নিয়ে কিছু বিশ্লেষণ কলমাকান্দায় আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা ও ডিম উদ্ধার

চৌদ্দগ্রামে গণতান্ত্রিক ভোটে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত সভাপতি আমিনুল, সেক্রেটারী রবিউল ও কোষাধ্যক্ষ মেহজাবিন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার নির্বাচন-২০২৫ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে ৩৯ জন সিএইচসিপি তিনটি পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে গুণবতী ইউনিয়নের বিষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ২২ ভোট পেয়ে সভাপতি, শুভপুর ইউনিয়নের যশপুর কমিউনিটি ক্লিনিকের রবিউল হক ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও চিওড়া ইউনিয়নের সারপটি কমিউনিটি ক্লিনিকের শাহরিয়া মেহজাবিন ২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

 

জানা গেছে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জনগোষ্ঠীর সচেতনতা বাড়ানো, শিশুদের ও গর্ভবতী মা’দের রোগ প্রতিষেধক টিকা দিয়ে মারাত্বক রোগের হাত থেকে বাঁচানো, সাধারন রোগ এবং ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসাসহ বিভিন্ন সেবা দিতে সিএইচসিপি প্রতিনিয়ত সপ্তাহে ছয় দিন সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে বসে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) তাদের সংগঠিত করা ও অধিকার আদায়ে গঠিত বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চৌদ্দগ্রাম শাখার নির্বাচন-২০২৫ উপলক্ষে গত কয়েকদিন প্রচার-প্রচারণা চালায়। বুধবার নির্বাচনে তিনটি পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরীর নেতৃত্বে কমিশন সচিব এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর, কমিশনার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সিএইচসিপি আব্দুল কাদের ও আয়েশা আক্তার দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ২২ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি শাহিদা আক্তার মজুমদার পান ১৭ ভোট। সাধারন সম্পাদক পদে রবিউল হক ২৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি আবুল কালাম ভুঁইয়া পান ১১ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে শাহরিয়া মেহজাবিন ২৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম পান ১৬ ভোট। নির্বাচনে বিজয়ী সিএইচসিপি নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরীকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডাররা তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আশা করি-নতুন নেতৃত্ব সহকর্মীদের বিভিন্ন সমস্যায় সহযোগীতা করবে’।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102